সমালোচনার মুখে প্রাইভেট জেট বিক্রি করলেন দ্বিতীয় বিশ্বধনী
টুইটারে জলবায়ু কর্মীদের সমালোচনার মুখে ব্যক্তিগত জেট বিমান বিক্রি করেছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্যের কম্পানি মোয়েট হেনেসি লুই ভিটনের প্রধান নির্বাহী এবং লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা। তবে বিমান বিক্রি করেও সলালোচনা থেকে মুক্তি পাননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাকাউন্ট তার ফ্লাইটগুলো অনুসরণ করে সেগুলো থেকে কার্বন নির্গমনের হিসাব শুরু করে। তারপরই এ মহাধনাঢ্য ব্যক্তির সংস্থা তার ব্যক্তিগত জেট বিমানটি বিক্রি করে দেয়।
ফরাসি রেডিও ক্লাসিককে আর্নল্ট বলেছেন, 'আসলে, যে বিমান নিয়ে গল্পগুলো বলা হচ্ছে আমরা সেটি বিক্রি করে দিয়েছি। ফলে আমি এখন কোথাও গেলে তা কেউ জানতে পারছে না। কারণ, আমি এখন ব্যক্তিগত যাত্রায় বিমান ভাড়া করি। '
তবে দুর্ভাগ্যবশত এই ভাড়া করা চার্টার্ড জেটগুলোতে এখনও জীবাশ্ম জ্বালানী ব্যবহার করা হয়।
ছয় মাস ধরে 'আই ফ্লাই বার্নার্ড' এবং 'বার্নার্ডস এয়ারপ্লেন' নামের দুটি টুইটার অ্যাকাউন্ট আর্নল্টের ফ্লাইটগুলো অনুসরণ করছে। প্রায় এক লাখ টুইটার ব্যবহারকারী অ্যাকাউন্ট দুটি অনুসরণ করছে।
'আই ফ্লাই বার্নার্ড' অ্যাকাউন্টের বর্ণনায় বলা হয়েছে, দেশের ৫০ শতাংশ জনসংখ্যা যে পরিমাণ কার্বন নির্গমন করে সে পরিমান কার্বণ দেশের ৬৩ জন ধনকুবের নির্গমণ করে থাকেন।
এর আগে জুলাই মাসে পপ সুপারস্টার টেলর সুইফট কার্বন নির্গমনের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। সুইফটের বিমানটি সাত মাসের মধ্যে ১৭০টি ফ্লাইট পরিচালনা করেছিল, যেখানে আট হাজার ২৯৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছিল।
ব্যক্তিগত জেটগুলো বিপজ্জনক। কারণ এতে সাধারণত অল্প সংখ্যক যাত্রী বহন করা হয়। বাণিজ্যিক বিমানের তুলনায় এগুলো ১৪ গুণ বেশি দূষণকারী। অ-বাণিজ্যিক জেটগুলো প্রতি বছর মোট তিন কোটি ৩০ লাখ টনেরও বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত করে, যা ডেনমার্কে নির্গত মোট কার্বনের চেয়েও বেশি। সূত্র : ইউরো নিউজ

অনলাইন ডেস্ক