ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা
ইউক্রেনের এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র নষ্ট হয়ে গেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় ইউক্রেনের জাতীয় জ্বালানি কম্পানি স্থানীয় সময় বৃহস্পতিবার নাগরিকদের সব কিছুতে চার্জ দিয়ে রাখতে বলেছে।
বুধবার আবার রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলায় জ্বালানিকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
১০ অক্টোবরের পর থেকে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। মূলত বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে তারা। মঙ্গলবারও রাজধানী কিয়েভসহ একাধিক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করা হয়েছে।
গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, একাধারে চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে বৃহস্পতিবার সারা দেশে এর প্রভাব পড়তে পারে। জনগণকে ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ এবং ব্যাটারি চার্জ দিয়ে রাখার তাগিদ দেওয়া হয়েছে।
ইউক্রেনারগো আরো জানান, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পরের সময়ের তুলনায় গত ১০ দিনে বিদ্যুৎকেন্দ্রগুলোতে বেশি হামলা হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের পর থেকে ইউক্রেনে বিদ্যুৎ ব্যবহারে বিধি-নিষেধ প্রয়োগ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা জানানো হয়। তিনি আরো জানান, সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বিধি-নিষেধ থাকতে পারে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে এরই মধ্যে রাজধানী কিয়েভের কিছু অংশ এবং ইউক্রেনের অনেক অঞ্চলে এর প্রভাব পড়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমের লভিভের মতো শহরগুলোসহ ইউক্রেনজুড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের সন্ধ্যায় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।
সূত্র : বিবিসি।

অনলাইন ডেস্ক