চিনপিংকে অভিনন্দন জানালেন কিম জং উন
চীনের নেতা হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করায় শি চিনপিংকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
শি চিনপিংকে পাঠানো এক অভিনন্দন বার্তায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
চীনা প্রেসিডেন্টকে লেখা চিঠিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেছেন, পিয়ংইয়ং-বেইজিং সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও সুন্দর করে তুলতে সময়ের চাহিদা অনুযায়ী আপনার সঙ্গে একসঙ্গে কাজ করব। দুই দেশ যেন নিজেদের সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে জোরালোভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
এদিকে ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া উদ্ধৃতিতে ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্টকে জানিয়েছেন, দলের কংগ্রেসের ফলাফলে আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব পুরোপুরি নিশ্চিত হয়েছে, পাশাপাশি আপনার নেতৃত্বাধীন দলটির ঐক্যও সাধিত হয়েছে।
সূত্র: রয়টার্স।

অনলাইন ডেস্ক