ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে, শঙ্কা রাশিয়ার
ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। তবে সেই দাবি নাকচ করে দিয়েছে ইউক্রেন। ইউক্রেন বলেছে, এটি অপ্রমাণিত দাবি। রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের সঙ্গে সুর মিলিয়েছে পশ্চিমা দেশগুলোও।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব আশঙ্কা প্রকাশের অর্থ হলো- রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে টেলিফোনে আলাপের সময় আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে। তিনি আরও বলেছেন, ডার্টি বোমা ব্যবহারে কিয়েভের সম্ভাব্য উসকানি সম্পর্কে আমরা উদ্বিগ্ন।
এদিকে চলতি সপ্তাহে সিবিসি ও সিটিভিকে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে বিষয়টি স্পষ্ট করা দরকার যে কিয়েভের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে মস্কোকে।
জেলেনস্কি আরও বলেছেন, মস্কো ইউক্রেনের কেন্দ্রবিন্দুতে পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে। এ ধরনের হামলা হলে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখানো উচিত। ইউক্রেন ন্যাটো সদস্য অথবা নন-ন্যাটো দেশ কি না, সেটি বিবেচ্য বিষয় নয়।
তিনি আরও বলেন, বিশ্বের উচিত রাশিয়াকে বলা, আপনি যদি ব্যাঙ্কোভা স্ট্রিটে (ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়) আক্রমণ করেন, আপনি যেখানে থাকবেন, সেখানেই প্রতিক্রিয়া হবে।
সূত্র: রয়টার্স।

অনলাইন ডেস্ক