কেনিয়ায় বিশিষ্ট পাকিস্তানি সাংবাদিককে হত্যা
পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক আরশাদ শরিফকে কেনিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। নাইরোবির সংবাদমাধ্যম জানিয়েছে, ‘তাঁকে অন্য ব্যক্তি মনে করে’ গুলি করে কেনিয়ার পুলিশ। গত রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। আরশাদ শরিফের মৃত্যুর বিষয়টি সোমবার টুইটের মাধ্যমে নিশ্চিত করেন সাংবাদিকের স্ত্রী জাভেরিয়া সিদ্দিকি।
কেনিয়ার পুলিশ জানায়, আরশাদ শরিফ ও তাঁর ভাই খুররাম আহমেদ রবিবার রাতে নাইরোবি-মাগাদি মহাসড়কে গাড়ি চালাচ্ছিলেন। পথে তল্লাশি চৌকিতে পুলিশ তাঁদের থামার নির্দেশ দেয়। নির্দেশ না মেনে দুজন এগিয়ে যান। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতি ও দেশটির সেনাবাহিনী নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বারবার তার সরকারের রোষানলে পড়েন আরশাদ শরিফ। সর্বশেষ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হলে গ্রেপ্তার এড়াতে দেশ ছাড়েন এই সাংবাদিক। সূত্র : দ্য ডন ও গার্ডিয়ান।

অনলাইন ডেস্ক