ভারতে ভাইফোঁটার চায়ে কীটনাশক, একই পরিবারের ৩ জনের মৃত্যু
কীটনাশক মেশানো চা পান করে দুই শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মণিপুরীর আউচা এলাকার নাগলা কানহাই গ্রামে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরো একজন চিকিৎসাধীন।
ফরেনসিক দলের প্রাথমিক তদন্তে জানা গেছে, চা তৈরির সময় অভিযুক্ত নারী চা পাতার পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত কীটনাশক ব্যবহার করেছেন।পারিবারিক সূত্রের বরাত দিয়ে আইএএনএস জানিয়েছে, পরিবারের এক নারী ভুলবশত চায়ে কীটনাশক দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
ন্যাশনাল হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, রবীন্দ্র সিং তার ছেলে শিবনন্দন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ‘ভাইফোঁটা’ উদযাপন করতে ওই বাড়িতে এসেছিলেন। এ সময় আত্মীয়দের জন্য চা তৈরি করা হয়। চা পান করার পরপরই রবীন্দ্র সিং অজ্ঞান হয়ে পড়েন এবং এর কয়েক মিনিট পর পরিবারের ছয় এবং পাঁচ বছর বয়সী দুই শিশুও অজ্ঞান হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যে পাত্রে চা তৈরি করা হয়েছিল পুলিশ সেটি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।
সূত্র : এবিপি লাইভ, ন্যাশনাল হেরাল্ড

অনলাইন ডেস্ক