টরন্টো সিটির প্রথম মুসলিম নারী মেয়র
কানাডার টরন্টো সিটি কাউন্সিলের মেয়র পদে আসমা মালিক নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম সিটি মেয়র হিসেবে একজন হিজাবি মুসলিম নারী নির্বাচিত হন। গত সোমবার (১৭ অক্টেবর) ১১ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ী হন ৩৮ বছর বয়সী এ নারী। বিজয়ী হয়ে মালিক পৌর রাজনীতিতে প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তির পথকে আরো প্রশস্ত করবেন বলে আশা প্রকাশ করেন।
টরন্টো সিটিভি নিউজকে আসমা মালিক বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের যারা নিজেদেরকে সমাজে রাজনৈতিক নেতৃত্বে দেখতে চায় তাদের সবার সঙ্গে মিলে আমাদের সমাজে আরো সমতা প্রতিষ্ঠা, বসবাসের যোগ্য ও সাশ্রয়ী করতে কাজ করতে চাই। আপনি পুরো শহরের ফলাফলগুলো লক্ষ করলে মজার কিছু বিষয় দেখবেন। টরন্টোতে প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্ব কেমন হতে পারে আমরা শুধু এর চেহারাই বদলে দিচ্ছি না, বরং এর উপাদানও বদলে দিচ্ছি। ’
রাজনৈতিক অঙ্গনে আসমা মালিকের যাত্রা এবারই প্রথম নয়। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি ট্রিনিটি-স্পাডিনা ১০-ওয়ার্ডের টরন্টো জেলা স্কুল বোর্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই ছিলেন কানাডার পাবলিক অফিসে নির্বাচিত প্রথম হিজাব পরা মুসলিম নারী।
জানা যায়, ৫০ বছর আগে পাকিস্তান থেকে মালিকের বাবা-মা কানাডায় পাড়ি জমিয়েছেন। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে পলিসি, কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি অর্গানাইজিং বিষয়ে তিনি স্নাতক করেন। এর আগে ২০২১ সালে দুই নারীসহ কানাডার ১২ মুসলিম প্রার্থী সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
সূত্র : টরন্টো সিটিভি নিউজ

অনলাইন ডেস্ক