চলতি বছর জম্মু-কাশ্মীরে পর্যটক আগমনের রেকর্ড
ভারতের স্বাধীনতার ৭৫ বছরে পর্যটক আগমনের সংখ্যায় রেকর্ড গড়েছে ভূস্বর্গ জম্মু-কাশ্মীর। চলতি বছরে দেড় কোটির বেশি মানুষ ভ্রমণে গেছেন ভারত শাসিত অঞ্চলটিতে। ফলে পর্যটন খাতে বিপুল আয় করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। পাশাপাশি, নতুন করে প্রচুর কর্মসংস্থান হয়েছে বলেও দাবি করেছে ভারত সরকার।
জম্মু-কাশ্মীর প্রশাসনের দাবি, নভেম্বর থেকে ফের উপত্যকায় পর্যটকদের ঢল নামবে।
পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন, সংবিধানের ৩৭০ এবং ৩৫ (ক) ধারা বাতিলের পর থেকে পর্যটন ব্যবসাকে উন্নত করার দিকে নজর দিয়েছিল দিল্লি। লক্ষ্যপূরণের জন্য ভূস্বর্গের বেশ কিছু জায়গায় পরিকাঠামোগত উন্নতিও করা হয়েছিল। এখন তার ফল মিলছে বলে জানান তারা।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পর্যটন ব্যবসার উন্নতির জন্য ৭৮৬ কোটি টাকা বিনিয়োগ করেছে নরেন্দ্র মোদি সরকার। দেশটির পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর জম্মু-কাশ্মীরের উন্নয়নেত্রে ১৮৪ শতাংশ বদল আনার পরিকল্পনা কজরা হয়। ২০২১ সালে সেই পরিকল্পনার অধিকাংশ কাজ শেষ হয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কোভিড পরিস্থিতি চলে যাওয়ায় চলতি বছরে পর্যটকদের ভিড় বাড়বে বলেই আশা ছিল। তবে সেটা দেড় লাখের বেশি হবে এতটা আশা করিনি। বছরের যে সময়টা জম্মু-কাশ্মীরে খুব একটা পর্যটক আসেন না, এবার সেই মাসগুলিতেও পর্যটকরা ভ্রমণে এসেছেন। আগামী দু’মাসে আরও ভাল ব্যবসা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে উধমপুর-শ্রীনগর-বারামুলা সংযোগকারী চিনাব রেল সেতু। ১ হাজার ৩২৭ কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেল সেতুও উপত্যকার অন্যতমেআকর্ষণ ছিল পর্যটকদের।
বিশেষজ্ঞদের দাবি, পর্যটন ব্যবসায় জোয়ার আসায় উপত্যকায় জঙ্গি কার্যকলাপ কমেছে। সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখানোর বদলে বর্তমানে অনেকেই স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছেন।

অনলাইন ডেস্ক