আধেয় নিয়ন্ত্রণ নীতি এখনো বদলায়নি টুইটার
টুইটারের আধেয় (কনটেন্ট) নিয়ন্ত্রণের নীতিতে এ মূহূর্তে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। এক টুইটে তিনি বলেছেন, ‘স্পষ্ট করে বললে, আমরা এখনো টুইটারের আধেয় নিয়ন্ত্রণ নীতিতে কোন পরিবর্তন আনিনি। ’
সমালোচনার মুখে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচার ঠেকাতে এর আগে মাস্ক আধেয় নিয়ন্ত্রণে পৃথক কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছিলেন। তিনি আরো জানান, যারা ‘ছোট ও সন্দেহজনক কারণে টুইটার থেকে বরখাস্ত হয়েছে তাদের টুইটারের জেল থেকে মুক্ত করা হবে। টুইটারে এখন হাস্যরস বৈধ’।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে টুইটারের শীর্ষ কয়েজনের চাকরি গেছে। মাস্কের সঙ্গে কাজ করতে অনাগ্রহী অনেকে চাকরি ছেড়েছেনও। এখন অন্যতম আলোচিত বিষয় আধেয় নিয়ন্ত্রণ নীতি বড় প্রশ্ন হয়ে উঠেছে।
এ বিষয়ে বিভক্ত হয়ে পড়েছেন টুইটার ব্যবহারকারীরাও। কেউ কেউ ভাবছেন মাস্ক ‘ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণকারী বিধি শিথিল করবেন। আবার কারো মতামত, বর্তমানের কঠোর নীতি বাক স্বাধীনতা কমিয়েছে।
মাস্ক টুইটে আরো জানান, টুইটার ‘বিস্তৃতভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি’ নিয়ে একটি কাউন্সিল গঠন করবে। তার আগে কোনো বড় সিদ্ধান্ত বা কারো অ্যাকাউন্ট পুনঃস্থাপন করা হবে না। সূত্র: বিবিসি।

অনলাইন ডেস্ক