কর্মী ছাঁটাই ও টুইটারের নীতি সংস্কারের পরিকল্পনা ইলন মাস্কের
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন (৪ হাজার ৪০০ কোটি) ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেন তিনি।
ইলন মাস্ক টুইটার কিনতে চাইছেন, এমন খবর চলতি বছরের এপ্রিল থেকেই শোনা যাচ্ছিলো। মে মাসের দ্বিতীয় সপ্তাহে টুইটার কেনার পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরেও এসেছিলেন বিশ্বের এই শীর্ষ ধনী। এরপর নানা জল্পনা শেষে নিয়ন্ত্রণে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমটি।
মিডিয়া আউটলেড হিলের প্রতিবেদন অনুসারে, টুইটারের দায়ত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির সংস্কার কাজ শুরু করেছেন। তিনি কর্মী ছাঁটাই এবং বিভিন্ন বিষয়বস্তুর সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে সবকিছুতেই কাজ করছেন। টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি শীর্ষ কর্মকর্তা সিইও পরাগ আগরওয়াল ও সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’নেদ সেগালকে ছাঁটাই করেছেন। তার নেতৃত্বে টুইটারের অ্যাকাউন্টের স্থিতিতেও পরিবর্তন করা হবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ম্যানেজারদেরকে কর্মচারীদের ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়েছে। টুইটার ছাঁটাই ১ নভেম্বরের আগে হবে কর্মী ছাঁটাইয়ের কাজ শেষ করবে।
এক টুইট বার্তায় মাস্ক বলেছেন, টুইটারের বিষয়বস্তু নিয়ন্ত্রণ নীতিগুলোতে পরিবর্তন এসেছে। টুইটার বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে একটি বিষয়বস্তু নিয়ন্ত্রক পরিষদ গঠন করবে। ওই পরিষদের বৈঠকের আগে কোনো বড় বিষয় নিয়ে সিদ্ধান্ত বা অ্যাকাউন্ট পুনঃস্থাপন হবে না।
অপর কয়েকটি এক টুইটে তিনি বাক স্বাধীনতার ইঙ্গিত দিয়ে জানান, ভালো সময় কাটুক। কমেডি এখন টুইটারে বৈধ্। সত্য বলার প্ল্যাটফর্ম এখন টুইটার।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে চার হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ে টুইটার কেনার কথা ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তবে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে টুইটার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করে সেই চুক্তি থেকে সরে এসেছিলেন মাস্ক। আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনলেন।

অনলাইন ডেস্ক