প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২২ ১৫:৫৯

টুইটারে ছাঁটাই শুরু করলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
টুইটারে ছাঁটাই শুরু করলেন ইলন মাস্ক

টুইটারের মালিকানা নেওয়ার পর ধনকুবের ইলন মাস্ক অনেকের আশঙ্কা সত্যি প্রমাণিত করে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছেন। টুইটারের অনেক কর্মী শুক্রবার একটি ইমেইল পান যাতে বলা হয়, এটিই তাদের শেষ কর্মদিবস।

অনেকেই তাদের চাকরি বহাল আছে কি না তা দেখার জন্য অপেক্ষা করছেন।

ছাঁটাই হওয়া কর্মীদের আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। 

নতুন মালিক ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটির ৮ হাজার কর্মীর অর্ধেকের মতো কমাবেন বলে মনে করা হচ্ছে।

মাস্ক বলেছেন, আন্দোলনকর্মীরা বিজ্ঞাপনদাতাদের চাপ দিচ্ছে বলে টুইটারের আয় ব্যাপকভাবে কমে গেছে।  

ছাঁটাইয়ের নোটিশ পাওয়া কর্মীরা প্রদত্ত নোটিশের সময়সীমা নিয়ে ইতিমধ্যে কম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

মাস্ক দ্বিধাদ্বন্দ্বের পর গত সপ্তাহে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেনার প্রক্রিয়া চূড়ান্ত করেন। তিনি এর পুরো পরিচালনা বোর্ডকে সরিয়ে দিয়েছেন। মাস্ক এখন কম্পানির একমাত্র নির্বাহী কর্মকর্তা। সূত্র: বিবিসি

উপরে