১১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা!
 
বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করতে প্রস্তুত ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনক.। স্থানীয় সময় বুধবার থেকেই এই কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি সূত্রে জানা গেছে, মূলত ব্যয় সংকোচনের লক্ষ্য নিয়েই বিশ্বজুড়ে কর্মী কমাতে চাইছে মেটা। এর জন্য ১৩ শতাংশ জনবল বা ১১ হাজারেরও বেশি কর্মচারীকে ছাঁটাই করবে প্ল্যাটফর্মটি।
মেটা-এর ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এত ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর আগে ইলন মাস্ক-মালিকানাধীন টুইটার এবং মাইক্রোসফ্ট কর্পোরেশনসহ অন্যান্য প্রধান প্রযুক্তি সংস্থাগুলো তাদের কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। এবার মেটাও সেই পথ অনুসরণ করতে যাচ্ছে।
এদিকে মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মঙ্গলবার কোম্পানির নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ছাঁটাই নিয়ে কথা বলেছেন। ওই বৈঠকে উপস্থিত থাকা একজন নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, কোম্পানির নেওয়া ভুল পদক্ষেপের দায় নিজের ঘাড়েই নিয়েছেন জাকারবার্গ। সেই সঙ্গে ছাঁটাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত হতে কর্মীদের পরামর্শ দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে মেটা’র আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। সেই সঙ্গে টিকটক, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা বেড়েছে মেটার। প্রতিযোগিতার এই দৌড়ে কিছুটা পিছিয়েও পড়েছে প্রতিষ্ঠানটি। তার ওপরে আছে বর্তমানের ধীর গতির বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এতেও ক্ষতি হচ্ছে মেটা’র। ফলে ব্যয় কমানো ছাড়া উপায় নেই মেটা’র।

 অনলাইন ডেস্ক
                    
                অনলাইন ডেস্ক             
             
 
 
 
 
 
 
 
 
 
 
