ফিলিপাইনে অস্ট্রেলিয়ান ব্যক্তির ১২৯ বছরের জেল
 
ফিলিপাইনে অস্ট্রেলিয়ার এক নাগরিককে ১২৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার একজন প্রসিকিউটর জানিয়েছেন, তিনি ১৮ মাসের শিশুসহ একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত।
ফিলিপাইনের দক্ষিণের শহর কাগায়ান দো ওরোর একজন আঞ্চলিক প্রসিকিউটর মের্লিন বারোলা-উই আজ বুধবার বলেছেন, ‘আমি আশা করি এই সাজা সব নির্যাতনকারী এবং সব মানবপাচারকারীর কাছে একটি খুব শক্তিশালী বার্তা পাঠাবে যে অপরাধ করলে লাভের চেয়ে কষ্ট বেশি। ’
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম পিটার জেরার্ড স্কালি।
তাকে এবং তার তিন সহ-অভিযুক্তকে কাগায়ান দো ওরো আদালত ৩ নভেম্বর সাজা প্রদান করেন। তাদের বিরুদ্ধে পাচার, শিশু যৌন নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণসহ ৬০টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। স্কালির বান্ধবী লাভলি মার্গালোকে ১২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি দুজনকে ৯ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।
স্কালি ইতিমধ্যে নারীদের ধর্ষণ ও পাচারের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
বিশ্বব্যাপী শিশু যৌন নির্যাতনের জন্য ফিলিপাইন উল্লেখযোগ্য হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দারিদ্র্য, ইংরেজিতে সাবলীলতা এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দেশে এ অবস্থা তৈরি হয়েছে।
সূত্র : দ্য গার্ডিয়ান

 অনলাইন ডেস্ক
                    
                অনলাইন ডেস্ক             
             
 
 
 
 
 
 
 
 
 
 
