প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৩:০১

জলবায়ু সম্মেলনে জ্বালানিশিল্প প্রতিনিধির ভিড় আরো বেড়েছে

অনলাইন ডেস্ক
জলবায়ু সম্মেলনে জ্বালানিশিল্প প্রতিনিধির ভিড় আরো বেড়েছে

জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে বড় কার্বন নিঃসরণের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সংখ্যা গত সম্মেলন থেকে ২৫ শতাংশ বেড়েছে। বিবিসি দেখার সুযোগ পেয়েছে এমন  বিশ্লেষণে এ তথ্য রয়েছে।  

জলবায়ু বিষয়ক প্রচারাভিযান সংগঠন গ্লোবাল উইটনেস বলছে, মিসরে আলোচনায় অংশ নেওয়া ৬০০ জনেরও বেশি ব্যক্তি তেল, গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির সঙ্গে যুক্ত। সংখ্যাটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত ১০টি দেশের মোট প্রতিনিধিদলের চেয়েও বেশি।

মিসরের শারম-এল-শেখ অবকাশ কেন্দ্রে চলমান কপ-২৭ শীর্ষ সম্মেলনে প্রায় ৩৫ হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। বরাবরই কয়লা, তেল এবং গ্যাস শিল্প থেকে উল্লেখযোগ্যসংখ্যক লোক জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে থাকেন। তারা সম্মেলনের আলোচনাকে নিজেদের স্বার্থে প্রভাবিত করতে সচেষ্ট থাকেন।

গ্লাসগোতে অনুষ্ঠিত গত বছরের জলবায়ু শীর্ষ সম্মেলনে দাপ্তরিক উপস্থিতি তালিকার অনুরূপ বিশ্লেষণে দেখা গিয়েছিল ৫০৩ জন প্রতিনিধি জীবাশ্ম জ্বালানির সঙ্গে যুক্ত। সূত্র : বিবিসি

উপরে