প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ২২:১৫

বিশ্ব নেতাদের বৈঠকের সময় কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক
বিশ্ব নেতাদের বৈঠকের সময় কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা

জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের বৈঠকের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

কিয়েভ শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, এদিকে বিশ্ব নেতারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেছেন। আরেক দিকে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

তিনি জানান, ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের পেচেরস্ক জেলার দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং উদ্ধারকারী দল সেখানে রয়েছে।

কিয়েভে বিমান হামলার সতর্কতাও জারি করা হয়েছে বলে জানান তিনি।

উপরে