প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২ ১৩:৩৬

মেয়েকে প্রথমবার প্রকাশ্যে আনলেন কিম জং উন

অনলাইন ডেস্ক
মেয়েকে প্রথমবার প্রকাশ্যে আনলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রথমবার নিজের মেয়েকে প্রকাশ্যে নিয়ে এসেছেন। কিম তার মেয়ের হাত ধরে থাকার একটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।  

বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে; যার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। সেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় মেয়ের হাত ধরে আছেন কিম।

আজ শনিবার কেসিএনএ ছবি প্রকাশ করলেও মেয়েটির নাম জানায়নি। বিবিসি জানিয়েছে, ওই মেয়ে কিম জং উনের। তার নাম বলা হয়েছে কিম চু-আয়ে।

কেসিএনএ-তে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা জ্যাকেট পরিহিত মেয়েটি কিমের হাত ধরে আছে।

স্টিমসন সেন্টারের উত্তর কোরীয় নেতৃত্ববিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেছেন, প্রথম কোনো অনুষ্ঠানে কিম জং উনের মেয়েকে প্রকাশ্যে আসতে দেখা গেল।

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, কিমের তিনজন সন্তান রয়েছে। তাদের মধ্যে দুজন মেয়ে ও একজন ছেলে।   কিম চু-আয়ে বর্তমানে ১২-১৩ বছরের।

কিম জং উন নেতৃত্ব থেকে সরে গেলে তার বিকল্প কে হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।   তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কিম জং উনের সন্তানরা নেতৃত্ব গ্রহণের মতো যথেষ্ট প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কিমের বোন এবং বিশ্বস্ত সহযোগীরা দায়িত্বপালন করবেন।

সূত্র: বিবিসি।

উপরে