প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২ ১৩:৩৮

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট চলছে, এগিয়ে আনোয়ার

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট চলছে, এগিয়ে আনোয়ার

মালয়েশিয়ায় স্থানীয় সময় আজ শনিবার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রয়টার্স জানিয়েছে, দেশটিতে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।

দেশটিতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আনোয়ার ইব্রাহিম ব্যাপক প্রচার চালিয়েছেন। জনমত জরিপে তিনি এগিয়ে রয়েছেন।

আজকের সাধারণ নির্বাচনকে ১৯৫৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বাধীনতার পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনমত জরিপে অবশ্য ইঙ্গিত এসেছে সরকার গঠনে কোনো দল কিংবা জোট সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট বেশি আসনে জয় পেতে পারে। তবে সেটা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে।

আনোয়ার ইব্রাহিম ২৫ বছর ধরে মালয়েশিয়ায় বিরোধী নেতার ভূমিকা পালন করে আসছেন। দেশটির প্রধানমন্ত্রী সাবরি ইয়াকুব এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটগুলো এক হলে সরকার গঠনে প্রয়োজনীয় আসন পেতে পারে। সেক্ষেত্রে এবারও আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা থেকে যেতে পারে।
সূত্র: রয়টার্স।

উপরে