প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৮:৫৮

থাইল্যান্ডে গাড়ি বোমা হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে গাড়ি বোমা হামলায় নিহত ১

থাইল্যান্ডে মঙ্গলবার গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত ও ২৮ জনের মতো আহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের নারাথিওয়াট প্রদেশে এ ঘটনা ঘটে। প্রদেশটির পুলিশ প্রশাসনের একটি আবাসন কেন্দ্রে এ বিস্ফোরণ হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, দুপুরের দিকে বিস্ফোরণটি ঘটে।

প্রদেশের গভর্নর সানান পংগাকসর্ন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার চিত্র খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

থাইল্যান্ডের নারাথিওয়াট অঞ্চলে ২০০৪ সাল থেকে সীমিত মাত্রায় সহিংসতার ঘটনা ঘটে আসছে। প্রদেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। তারা অধিকতর স্বশাসনের দাবিতে লড়াই করে আসছে। মালয়েশিয়ার সীমান্তঘেঁষা এ অঞ্চলটির মানুষের সঙ্গে থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের  দূরত্ব দীর্ঘদিনের। কারণ তাদের মধ্যে সাংস্কৃতিক বিভাজন বেশ প্রবল। সূত্র: এএফপি

উপরে