সিরিয়ান মুহাদ্দিস শায়খ মাহমুদ তাহহানের ইন্তেকাল
 
বিশ্ববরেণ্য মুহাদ্দিস শায়খ ড. মাহমদু তাহহান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ৮৭ বছর বয়সে তাঁর ইন্তেকাল হয়। তিনি ছিলেন সিরিয়ার হালব শহরের বিখ্যাত হাদিস বিশেষজ্ঞদের অন্যতম। মহানবী (সা.)-এর হাদিসের পরিভাষা ও পরিচিতি নিয়ে তাঁর লেখা একটি গ্রন্থ সব শিক্ষার্থী ও গবেষকদের কাছে বহুল পঠিত একটি গ্রন্থ।
শায়খ তাহহানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বের ইসলমী ব্যক্তিত্বরা। কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা ড. সাআদ ফাজহান আল-দাওসারি এক টুইট বার্তায় লেখেন, ‘শায়খ মাহমদু তাহহান ছিলেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগের প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য। অনবদ্য গ্রন্থ রচনা, তাত্ত্বিক বিশ্লেষণ ও গভীর গবেষণায় তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব। মহান আল্লাহ তাঁর প্রতি অনুগ্রহ করুন। ’
কুয়েতের ইসলামিক ফিন্যান্স বিশেষজ্ঞ খালেদ উবাইদ আল-উতাইবি এক টুইট বার্তায় লেখেন, ‘হাদিসের পরিভাষা নিয়ে শায়খ মাহমুদ তাহহানের লেখা প্রসিদ্ধ গ্রন্থ পড়ে আমরা বেশ উপকৃত হয়েছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতে উঁচু মর্যাদা দান করুন। ’
মিসরীয় আলেম শায়খ হাতিম আল-হুওয়াইনি এক টুইট বার্তায় লেখেন, ‘হাদিসবিষয়ক চিন্তাশীল লেখক শায়খ ড. মাহমুদ তাহহানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগান করুন এবং ইসলাম ও মুসলিমদের সেবার জন্য তাঁকে উত্তম প্রতিদান দিন। ’
১৯৩৫ সালে ড. মাহমুদ তাহহান সিরিয়ার হালব শহরের সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি শরিয়াহ বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এ সময় তিনি শায়খ মুহাম্মদ নাজিব খাইয়াতাহর কাছে মাত্র দুই বছরে পবিত্র কোরআন হিফজ করেন। ১৯৬০ সালে তিনি দামেশক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৯ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭১ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ দ্বিন বিভাগ থেকে হাদিস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে প্রথমে তিনি সিরিয়ার মানবাজ শহরের জিয়ারাহ মসজিদের ইমাম ও খতিব ছিলেন। এরপর বিভিন্ন স্কুলে ইসলাম বিষয়ে শিক্ষকতা করেন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অর্জনের পর তিনি রিয়াদের ইমাম সাউদ বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিভাগে সাত বছর শিক্ষকতা করেন। ১৯৭৭ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘তাইসিরু মুসতালাহুল হাদিস’ রচনা করেন। ১৯৮২ সাল থেকে দীর্ঘ ২৩ বছর তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিভাগে অধ্যাপনা করেন। ২০০৫ সালে তিনি নিজ শহর হালবে ফিরে যান।

 অনলাইন ডেস্ক
                    
                অনলাইন ডেস্ক             
             
 
 
 
 
 
 
 
 
 
 
