ইতালিতে ভূমিধস, ৫ জনের দেহ উদ্ধার
 
ইতালির ইসচিয়া দ্বীপে গত শনিবার শক্তিশালী ভূমিধসের শিকারদের শেষ মুহূর্তের হৃদয়বিদারক বিবরণ পাওয়া যাচ্ছে। ৩০ বছর বয়সী এক নারীর বাবা জানিয়েছেন, ভূমিধসের সময় ফোন করে তার কাছে সাহায্য চেয়েছিল মেয়ে। কিন্তু তিনি মেয়েকে সাহায্য করতে পারেননি।
উদ্ধারকারীরা যে পাঁচজনের দেহ পেয়েছেন, তাদের মধ্যে ওই ব্যক্তির মেয়েও রয়েছে। এখনো সেখানে ৯ জন নিখোঁজ রয়েছে।
বিবিসি জানিয়েছে, কাদা এবং ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হচ্ছে। স্রোতে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং গাড়ি সমুদ্রে টেনে নিয়ে গেছে। ইতালির দক্ষিণাঞ্চলে লাগাতার বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনাটি ঘটেছে।
দমকল বাহিনীর শতাধিক কর্মী, ডুবুরি এবং মাটি সরানোর দল ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা রাস্তাগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো একটি অন্যটির উপর উঠে আছে। সমুদ্রে ভেসে যাওয়া গাড়িগুলো উপরে টেনে তোলা হচ্ছে।
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ বছর বয়সী যে নারীর দেহ উদ্ধার করা হয়েছে, তার স্বামী এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র: বিবিসি

 অনলাইন ডেস্ক
                    
                অনলাইন ডেস্ক             
             
 
 
 
 
 
-JBD24.jpg) 
 
 
 
 
