টেসলার শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক
চলতি বছরের শেষে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বিক্রি করেছেন বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। মাস্ক প্রতিষ্ঠানটির ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন। যার মূল্য ৩.৬ বিলিয়ন ডলার।
৪৪ বিলিয়ন ডলার ব্যয় করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর দ্বিতীয় বারের মতো টেসলার শেয়ার বিক্রি করলেন মাস্ক।
গত ১ বছরে তিনি টেসলার প্রায় ৪০ বিলিয়ন ডলার মূল্যমানের শেয়ার বিক্রি করেছেন।
২০২২ সালে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৬০ শতাংশের চেয়ে বেশি কমে গেছে। এ বছর বড় গাড়ি নির্মাতা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল এনে দেওয়া শেয়ারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে টেসলা।
যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, শেয়ারগুলো এই সপ্তাহেই বিক্রি করা হয়। তবে শেয়ারগুলো কেন বিক্রি করা হয়েছে তার কারণ জানা যায়নি।
অর্থবাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রেফিনিটিভ এর তথ্য অনুযায়ী, মাস্ক এখন টেসলার ১৩.৪ শতাংশ শেয়ারের মালিক। এই সপ্তাহেই ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে আসেন।
সূত্র : বিবিসি।

অনলাইন ডেস্ক