পরমাণু বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
পরমাণু বোমা বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার চালানো পরীক্ষাটি সফল হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে পরীক্ষাটি ভারত চালিয়েছে।
ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, ঊড়িষ্যায় অবস্থিত আবদুল কালাম দ্বীপ থেকে বৃহস্পতিবার ‘অগ্নি-৫’ নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
স্থানীয় গণমাধূমগুলো জানিয়েছে, পাঁচ হাজার ৪০০ কিলোমিটার বা এর চেয়েও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অগ্নি–৫ ক্ষেপণাস্ত্র।
এক টুইট বার্তায় প্রহ্লাদ জোশী বলেছেন, ক্ষেপণাস্ত্রটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি করবে এবং জাতীয় নিরাপত্তাকে আরো জোরদার করবে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ভারত সরকার প্রজ্ঞাপন দিয়ে বঙ্গোপসাগরকে ‘নো–ফ্লাই জোন’ ঘোষণা করে। ক্ষেপণাস্ত্রটি চীনের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলেও জানানো হয়।
সূত্র: আলজাজিরা, এনডিটিভি।

অনলাইন ডেস্ক