টরন্টোতে বন্দুক হামলায় নিহত ৬
কানাডার টরন্টো শহরের বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ সময় কথিত বন্দুকধারীও নিহত হয়েছে। খবর এপির।
ইয়র্ক আঞ্চলিক পুলিশপ্রধান জেমস ম্যাকসুইন বলেছেন, অন্টারিওর ভনে একটি আবাসিক ভবনে তার এক কর্মকর্তা সন্দেহভাজনকেও গুলি করে হত্যা করেছেন।
এটিকে ‘ভয়াবহ দৃশ্য’ উল্লেখ করে জেমস ম্যাকসুইন বলেছেন, মোট ছয় জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাকি পাঁচ জন ভুক্তভোগী।
তিনি আরো বলেন, সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে আহত সপ্তম ব্যক্তি এখন হাসপাতালে আছেন এবং তিনি বেঁচে থাকার আশা করছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি।
কানাডায় এমন ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল। টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে পরিচিত।

অনলাইন ডেস্ক