চীনে জানুয়ারি থেকে ভ্রমণার্থীদের কোয়ারেন্টিন বাতিল
চীন ২০২৩ সালের ৮ জানুয়ারি থেকে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির শূন্য-কোভিড নীতি থেকে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন এটি।
চীনের সীমান্ত বন্ধ হওয়ার তিন বছর পর এটি কার্যকর হলে দেশটিতে আবারও উন্মুক্তভাবে কাজের জন্য ও অধ্যয়ন ভিসা নিয়ে যাওয়া যাবে। এ ছাড়া পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে যেতেও কোয়ারেন্টিন করতে হবে না।
চীন যখন নতুন করে করোনার ভয়াবহ বিস্তারের সঙ্গে লড়াই করে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় ভ্রমণার্থীদের কোয়ারেন্টিন তুলে নেওয়ার খবর এলো।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলোতে রোগীর চরম আধিক্য দেখা দিয়েছে এবং বয়স্করা মারা যাচ্ছেন।
দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর তথ্য প্রকাশ করছে না বেইজিং। কারণ, এরই মধ্যে সরকারিভাবে এসব তথ্য প্রকাশ করা বন্ধ হয়েছে।
বেইজিং গত শুক্রবার চার হাজার নতুন আক্রান্তের তথ্য দিয়েছে। গত সপ্তাহের টানা চার দিনে কোনো মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। এরপর রবিবার জানানো হয়, দেশটি আর করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করবে না।
রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটি অনুমান করেছে, চীনে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে।
সূত্র : বিবিসি

অনলাইন ডেস্ক