তাইওয়ানে সবার বাধ্যতামূলক সামরিক পরিষেবা এক বছর
তাইওয়ানে বাধ্যতামূলক সামরিক পরিষেবা চার মাস থেকে বাড়িয়ে এক বছর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিস্থিতিতে এ ঘোষণা এলো। স্বশাসিত দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলার সময় প্রেসিডেন্ট সাই বেইজিংয়ের আক্রমণ থেকে তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেন।
তিনি বলেছেন, আকাশ থেকে শান্তি (টুপ করে) পড়বে না। বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যুক্তরা আরো কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত সামরিক বাহিনীর কিছু উপাদান ধার করা হবে।
তিনি আরো বলেছেন, চীনের আগ্রাসন মানে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত সামরিক বাহিনীর মোকাবেলা করা; দ্বীপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়।
তিনি বলেছেন, সবার জন্য এক বছর সামরিক পরিষেবা বাধ্যতামূলক করা একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। তবে প্রেসিডেন্ট হিসেবে, সামরিক বাহিনীর প্রধান হিসেবে জাতীয় স্বার্থ এবং আমাদের গণতান্ত্রিক জীবনধারা রক্ষা করা আমার অনিবার্য দায়িত্ব।
সূত্র : বিবিসি

অনলাইন ডেস্ক