ভারতের ওড়িশায় হোটেল থেকে পড়ে রুশ ধনকুবেরের মৃত্যু
ভারতের ওড়িশার রায়াগাদা জেলার একটি হোটেলের তিনতলা থেকে পড়ে গিয়ে রাশিয়ার ধনকুবের পাভেল আনতভের মৃত্যু হয়েছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে।
ঘটনার দুদিন আগে পাভেলের বন্ধু ভ্লাদিমির বুদানভের মৃত্যু হয়েছে। ভারতে পাভেলের ভ্রমণসঙ্গী ছিলেন বুদানভ।
সিএনএন জানিয়েছে, পাভেলের মৃত্যুর বিষয়ে ওড়িশার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ শর্মা গতকাল মঙ্গলবার বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো হাতে আসেনি।
তিনি আরো বলেছেন, এটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে। আনতভের বন্ধু বুদানভের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন ওই ব্যক্তি।
জানা গেছে, রাশিয়ার একজন ব্যবসায়ী হলেও পাভেল আনতভ রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের আঞ্চলিক পার্লামেন্টের সদস্য ছিলেন। ২০১৮ সালে ফোর্বসের করা রাশিয়ার ১০০ জন শীর্ষ ধনী সরকারি কর্মকর্তার তালিকায় ছিলেন পাভেল। সে বছর তার মোট আয় ছিল ১৪ কোটি ডলার।
চলতি বছরের জুন মাসে ইউক্রেন যুদ্ধবিরোধী একটি স্ট্যাটাস দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পাভেল। পরে সোশ্যাল মিডিয়া থেকে সেই স্ট্যাটাস তিনি ডিলিট করে দেন। পরে যুক্তি দেখিয়ে দাবি করেছিলেন, দুর্ভাগ্যজনক ভুল এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই স্ট্যাটাসটি প্রকাশ হয়েছে। পরে ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন দেন তিনি।
পুলিশ বলছে, দুজনের মৃত্যুর ব্যাপারে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুই ব্যক্তিরই শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র : সিএনএন

অনলাইন ডেস্ক