প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৩ ১৪:৩২

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

অনলাইন ডেস্ক
তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

ইরানের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর ফাঁসি কার্যকর করায় দেশটির সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।

এ কারণে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রতিবাদে ব্রিটিশ এ কূটনৈতিককে তলব করা হয়েছে। খবর আনাদোলুর।

শনিবার ইরানের বিচারবিভাগের আকবরির ফাঁসির তথ্যটি প্রকাশ করে। তবে কখন তার ফাঁসি হয়েছে, সেটা স্পষ্ট নয়।

ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার ফাঁসি কার্যকর হয়ে গেছে। একটি বেসরকারি থিঙ্ক ট্যাংকের কর্ণধার আকবরিকে ২০১৯ সালে গ্রেফতার করা হয়। একসময় তিনি প্রতিরক্ষা উপমন্ত্রীও ছিলেন।

সরকারিভাবে আকবরির ফাঁসির খবর প্রকাশ করার পরই ব্রিটেন এ ঘটনায় নিন্দা জানায় শনিবার। এর কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরান।
 
ইরান সরকারের দাবি, তিনি গোপনে ব্রিটেনের গুপ্তচর সংস্থা সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস এম১৬-এর হয়ে কাজ করছিলেন। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তথ্য সরবরাহের বিনিময়ে আকবরি ব্রিটেনের নাগরিকত্ব, বিপুল অর্থ এবং লন্ডনে নানা ধরনের সুযোগসুবিধা পেয়েছিলেন।

আকবরির ফাঁসির ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এটা একটা বর্বর সরকারের কাপুরুষোচিত কাজ। নিজের নাগরিকদের মানবাধিকারের প্রতিও কোনো সম্মান দেখাল না তারা।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘এ ঘটনা চুপচাপ মেনে নেওয়া হবে না।’

উপরে