প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ১৬:১৫

১ শতাংশ ধনীর কব্জায় ভারতের ৪০ শতাংশ সম্পদ: অক্সফাম

অনলাইন ডেস্ক
১ শতাংশ ধনীর কব্জায় ভারতের ৪০ শতাংশ সম্পদ: অক্সফাম

ভারতের ৪০ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ ধনী ব্যক্তির কাছে মুষ্ঠিবদ্ধ। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির। 

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে— ২০২২ সালে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে। যে সংখ্যা ২০২০ সালে ছিল ১০২ জন।  

অক্সফামের দাবি, এর মাধ্যমে গরিব মানুষের সংখ্যা আরও বেড়েছে দেশটিতে।  সেই সঙ্গে দেশটিতে সম্পদ বণ্টনে অসমতাও বেড়েছে। 

ধনী ব্যক্তিদের মোট সম্পদের আড়াই শতাংশ সম্পদ দান করলে দেশটির প্রায় দেড় কোটি শিশু বিদ্যালয়ে ফিরে যেতে পারবে। অক্সফামের ভারতের সিইও জানিয়েছেন, আর্থিক বৈষম্যের কারণে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে ভারতের দরিদ্র জনগোষ্ঠী।  

প্রতিবেদনটিতে দেখা গেছে ধনীদের দেওয়া ট্যাক্সের চেয়ে দরিদ্রদের ট্যাক্সের পরিমাণ বেশি। 

উপরে