প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩ ১৪:৪৯

জর্ডানে ইসরাইলি দূত বহিষ্কারে বিল পাস

অনলাইন ডেস্ক
জর্ডানে ইসরাইলি দূত বহিষ্কারে বিল পাস

জর্ডানের পার্লামেন্ট বুধবার ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের বক্তব্য নিয়ে উত্তেজনার মধ্যেই এই বিল পাস করা হলো।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরাইলের রাষ্ট্রদূত ইতান সুরকিসকে বহিষ্কারের প্রস্তাবটি কার্যকর হওয়ার জন্য এখন সরকারের অনুমোদন প্রয়োজন।

এর আগে রোববার প্যারিসে এক বক্তৃতায় ইসরাইলি অর্থমন্ত্রী ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করেন। তার মতে, ফিলিস্তিনি কিছু নেই। ফিলিস্তিনিরা গত শতাব্দীর ‘একটি উদ্ভাবন’। তার (ইসরাইলের অর্থমন্ত্রী) নিজের এবং তার দাদা-দাদির মতো লোকেরা ‘প্রকৃত ফিলিস্তিনি’।

ওই সময় তিনি ইসরাইলের একটি মানচিত্র প্রদর্শন করেন, যেখানে সার্বভৌম জর্ডান এবং ফিলিস্তিনকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

ওই ঘটনার পর জর্ডানের পার্লামেন্টের স্পিকার আহমাদ আল-সাফাদি সার্বভৌম জর্ডান ও ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইলের মানচিত্রে অন্তর্ভুক্তকরণের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এটি ইসরাইলের সঙ্গে করা শান্তি চুক্তি এবং আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলেও বিবৃতিতে উল্লেখ করেন জর্ডানের পার্লামেন্টের স্পিকার।

প্রসঙ্গত, জর্ডান এবং ইসরাইল ১৯৯৪ সালে ওয়াদি আরাবা শান্তি চুক্তি স্বাক্ষর করে, যা ১৯৪৮ সালে প্রথম আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার অবসান ঘটায়।

উপরে