প্রকাশিত : ৬ মে, ২০২৩ ১২:৩৪

সুদান নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

অনলাইন ডেস্ক
সুদান নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা

সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ে উত্তাল হয়ে উঠেছে সুদান।

সুদানের এ পরিস্থিতি নিয়ে শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর আনাদোলুর।

এ সময় তিনি সুদান থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার করে জেদ্দায় এনে সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান।

গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ৫৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সমীক্ষা অনুযায়ী দুই জেনারেলের দ্বন্দ্বে চলমান অস্থিরতা থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাতে পারে প্রায় আট লাখ মানুষ।

এদের মধ্যে প্রায় ৭২ শতাংশ অর্থাৎ দুই লাখ ৪০ হাজার পালাচ্ছে দক্ষিণ দারফুর ও পশ্চিমের দেশগুলোতে। যেখানে সুদানের প্রতিবেশী দরিদ্র দেশগুলোর দুই-তৃতীয়াংশই বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল সেখানে দেশগুলোতে শরণার্থীদের অবস্থান সার্বিক অবস্থাকে আঞ্চলিক সংকটে রূপান্তরিত করবে।

উপরে