যুক্তরাষ্ট্রে কিশোরের বন্দুকহামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে অতর্কিত হামলা চালিয়েছে এক সশস্ত্র কিশোর। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
আলবুকারকিউয়ের প্রায় ২০০ মাইল উত্তর-পশ্চিমে নিউ মেক্সিকোর ফার্মিংটনের একটি আবাসিক এলাকায় সকালে বন্দুক হামলার এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে একটি গির্জার বাইরে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।
ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেসের মতে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তার গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুই কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন।
আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালের প্রথম সাড়ে ৫ মাসে ১৯৫ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি উত্তর আমেরিকার এই দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বেশি।
সূত্র : আলজাজিরা