প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১২

মরক্কোয় ভূমিকম্পে একসঙ্গে প্রাণ গেল ৩২ সহপাঠীর

অনলাইন ডেস্ক
মরক্কোয় ভূমিকম্পে একসঙ্গে প্রাণ গেল ৩২ সহপাঠীর

৮ সেপ্টেম্বর মরক্কো একটি ভয়ানক দিন দেখলো। ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। শক্তিশালী এই ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভূমিকম্পে একসঙ্গে মারা গেছে ৩২ সহপাঠী। খবর বিবিসি।  

সহপাঠীদের স্কুলশিক্ষক নাসরিন আল-ফাদেল বিবিসিকে এই তথ্য জানিয়েছে। তিনি মারাকেশ শহরের আদাসিল গ্রামের একটি স্কুলে আরবি ও ফরাসি ভাষার শিক্ষকতা করেন।

নাসরিন জানান, ভূমিকম্প হওয়ার পরপরই আমার মাথায় আসে স্কুলের শিশুশিক্ষার্থীদের কথা। কারণ, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই আমার স্কুলের অবস্থান। তাৎক্ষণিক আমি আদাসিল গ্রামে ছুটে যাই।

সেদিনের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নাসরিন জানান, আমি গ্রামে গিয়ে আমার বাচ্চাদের (শিশুশিক্ষার্থীদের) কথা জিজ্ঞাসা করতে লাগলাম। সৌম্য কোথায়? ইউসুফ কোথায়? কোথায় আমার মেয়ে আর ছেলেগুলো? গ্রামের মানুষজন অনেকক্ষণ চুপ থাকার উত্তর আসলো ওরা সবাই মারা গেছে।

একসঙ্গে ৩২ শিক্ষার্থীকে হারিয়ে ভেঙে পড়েছেন নাসরিন। তিনি জানান, সবাই ৬ থেকে ১২ বছর বয়সী ছিলো। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে আমি শেষবার তাদের ক্লাস নিই। এর ঠিক পাঁচ ঘণ্টা পরই ভূমিকম্প আঘাত হানে। শুধু কল্পনায় ভাসছে, উপস্থিতির খাতাটি হাতে দাঁড়িয়ে একে একে ৩২ শিক্ষার্থীর নাম ধরে ডাকছি।

নাসরিনের শিক্ষার্থীদের একজন খাদিজা। ভূমিকম্পে কীভাবে তার মৃত্যু হয়, স্বজনদের কাছে এ সম্পর্কে জানতে পারেন নাসরিন। তিনি বলেন, খাদিজা আমার প্রিয় ছিল। সে খুব সুন্দর, স্মার্ট, সক্রিয় এবং গান গাইতে পছন্দ করত। সে আমার বাড়িতে আসত, এবং আমি তার সাথে পড়াশোনা করতে এবং কথা বলতে পছন্দ করতাম।

সরকারি বিবৃতি অনুসারে, মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কয়েকটি সম্পূর্ণরূপে ধসে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকাযর স্কুলগুলোতে অস্থায়ীভাবে ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। 

শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

উপরে