পাকিস্তানে বিমান ঘাটিতে জঙ্গি হামলা, ব্যাপক গোলাগুলি
পাকিস্তানের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে শনিবার সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ৬ জন জঙ্গি ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাটিতে এই হামলা চালিয়েছে।
দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগে জানিয়েছে, ৪ নভেম্বর দিনের প্রথম প্রহরে পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাটিতে একটি জঙ্গি হামলা প্রতিরোধ করা হয়েছে। ঘাটিতে প্রবেশ করার আগেই তিন জঙ্গি নিহত হয়েছে। বাকি তিনজনকে কোণঠাসা করা হয়েছে।
জানা গেছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়।
সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি হামলায় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি সম্পূর্ণরূপে খালি করতে চিরুনি অভিযান চলছে।