সিরিয়ায় ২৪ ঘণ্টায় ৪ বার মার্কিন ঘাঁটিতে হামলা
উত্তর-পূর্ব সিরিয়ায় মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর ওপর গত ২৪ ঘণ্টায় অন্তত চারবার ড্রোন ও রকেট হামলা হামলা হয়েছে। অবশ্য এসব হামলায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার একজন মার্কিন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন বাহিনী রোববার সন্ধ্যায় আল ওমর তেলক্ষেত্রের কাছে এবং আল-শাদ্দাদি এলাকার একটি ঘাঁটিতে তিনবার হামলার শিকার হয়েছে।
সোমবার সকালে রুমালিন ল্যান্ডিং জোনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হলেও অন্য ড্রোনটি সেনাদের চারটি তাঁবুকে ক্ষতিগ্রস্ত করেছে।
অক্টোবরের শুরু থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও জোটের সেনাদের ওপর অন্তত ৪০ বার হামলা হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে দেওয়া বিবৃতি বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়েছে।