মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১১
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর টেক্সকালটিটলারে সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের ছোট কৃষিপ্রধান শহরে ফ্যামিলিয়া মিচোয়াকানা নামে একটি মাদক কারবারি গোষ্ঠীর বন্দুকধারীরা স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদার দাবিতে সেই গ্রামে গিয়েছিল। তখনই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ জন সন্দেহভাজন সন্ত্রাসী ও তিনজন সাধারণ গ্রামবাসী নিহত হয়েছে।
রাজ্যটির পুলিশ বলছে, সংঘর্ষে জড়িত সন্দেহভাজন গ্যাংকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে বিস্তারিত জানার জন্য তারা ন্যাশনাল গার্ড এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
কয়েক বছর ধরে মেক্সিকোর এই অঞ্চলটিতে ফ্যামিলিয়া মিচোয়াকানা সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীটি হুমকি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য বেশ পরিচিত। গত বছর প্রতিবেশি গুয়েরেরো রাজ্যে ২০ জনের গণহত্যার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।