প্রকাশিত : ৯ জুন, ২০২৪ ১৪:০৮

মোদির শপথ অনুষ্ঠানে যাবেন কংগ্রেস সভাপতি খাড়গে

অনলাইন ডেস্ক
মোদির শপথ অনুষ্ঠানে যাবেন কংগ্রেস সভাপতি খাড়গে

নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল ও কংগ্রেসকে। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সৌজন্যের রাজনীতি হিসেবেই ইন্ডিয়া জোটের শরিক নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে কেউ যাচ্ছেন না। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই খাড়গের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জয়রাম রমেশ এবং কেসি বেণুগোপাল জানিয়েছিলেন, কংগ্রেসের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। যদি আমন্ত্রণ মেলে সে ক্ষেত্রে ইন্ডিয়া ব্লক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। 
তবে কংগ্রেস শপথ অনুষ্ঠানে যোগ দিলেও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন না। এদিন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তার কাছে প্রহ্লাদ জোশির ফোন এসেছিল। আমন্ত্রণও জানানো হয়েছিল। তবে দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিকালেই কালীঘাটের বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তার দলের কেউ শপথগ্রহণের অনুষ্ঠানে যাবে না। 

বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই সরকার আনস্টেবল। এই নড়বড়ে সরকার থাকার কোনো মানে নেই। জলদি চলে যাক। ধ্যান করুক। এ রকম হলে আমরা দায়িত্ব নিতাম না। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। তবে এই সরকার বোধহয় ১৫ দিনও থাকবে না।

উপরে