কুয়েতে আবাসিক ভবনে অগ্নিকান্ডে নিহত ৩৫
কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল অ্যারাবিয়া।
স্থানীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোররাতে শ্রমিকদের এক ভবনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কাঁচের জানালার কারণে ভবনের সব রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে অনেকে নিহত হোন।আহত আরও বেশ কয়েকজনকে আদান, জাবের ও মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়া টিভির খবর বলছে, মর্মান্তিক এই ঘটনায় নিহতদের মধ্যে অন্তত চার ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে দুজন তামিলনাড়ুর ও বাকি দুজন উত্তর ভারতের। তবে কুয়েত কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।