বন্যা: ত্রিপুরায় ২৪ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত কয়েক দিন ধরে রেকর্ড ভারী বৃষ্টিপাত চলছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতদের মধ্যে নারী-শিশু রয়েছে।
এছাড়া হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। প্রাথমিক অনুমান বলছে, প্রায় ৫ হাজার কোটির মতো ক্ষতি হয়েছে ত্রিপুরায় বন্যার জেরে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ দিন ধরে ভারী বর্ষণে বিপর্যস্ত ত্রিপুরার বন্যা পরিস্থিতি শুক্রবার কিছুটা উন্নতি হয়েছে। সিপাহীজলা জেলার সোনামুড়ায় গোমতী বাদে সব নদীর পানি বিপদসীমার নিচে চলে গেছে।
তবে এখনও বৃষ্টি থেকে রেহাই পায়নি ত্রিপুরা। ইতিমধ্যেই আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরার আটটি জেলার জন্যই ‘রেড অ্যালার্ট’ বজায় রেখেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বন্যাকবলিত এলাকায় সাহায্য ও সহায়তা আরও বাড়াতে বিমানবাহিনী কাজ করছে। এছাড়া ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) আরও দল সেখানে মোতায়েন করা হয়েছে।
ত্রাণের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে ত্রিপুরাকে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন জায়গায় সরেজমিনে গেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরায় প্রায় ৫৫৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। রাজ্যটির সব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে।
গত ১৯ আগস্ট ২৮৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল ত্রিপুরার ৮ বন্যা বিধ্বস্ত জেলায়। যা এ রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত বলে মনে করা হয়।