প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৪

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪৯

অনলাইন ডেস্ক
মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪৯

মিশরের রাজধানী কায়রোর উত্তর-পূর্বে জাগাজিগ শহরে গতকাল শনিবার যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনা স্থলে ৩০টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের উদ্ধার করে আল-আজহার এবং ঝাগাজিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, একটি ট্রেন জাগাজিগ থেকে ইসমাইলিয়ার দিকে যাচ্ছিল, অন্যটি মনসুরা শহর থেকে জাগাজিগের দিকে আসছিল।

গত ২০ বছরের পুরনো রেলওয়ে সিস্টেমের কারণে মিশরে প্রতি বছর বহু ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটি ট্রেনের আধুনিকীকরণ এবং রেললাইন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

উপরে