ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২০০০, গাজায় ৪১৮০০ ছাড়ালো
গাজার পাশাপাশি লেবাননেও তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত এক বছর ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ৮০০ ছাড়িয়েছে। অপরদিকে লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জন।
উপত্যাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৮০২ জনে। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৯৬ হাজার ৮৪৪ জন ফিলিস্তিনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে জানিছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন লেবানিজ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫১ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এ নিয়ে গত বছরের ৮ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১ জনে। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৯ হাজার ৫৩৫ জন লেবানিজ।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় তীব্র আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের ৮ অক্টোবর ইসরায়েলে রকেট ছুড়লে লেবাননেও আগ্রাসন শুরু করে ইসরায়েল।
দুই সপ্তাহ ধরে লেবাননে গাজার মতো করে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লেবাননে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।
গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরপর থেকে ইরান–ইসরায়েলের সম্পর্কেও চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, সিরিয়ায় গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন।