প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৪ ১৩:৩৪

৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননে স্থল অভিযান শুরুর পর ছয় দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার (৫ অক্টোবর) তেল আবিবে এক প্রেস ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনী এমন দাবি করেছে। খবর টাইমস অব ইসরায়েলে।

প্রেস ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করে। এখনও পর্যন্ত এ অভিযানে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জন হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন বলেও জানান তিনি। 

হাগারি বলেন, ‘আমরা হিজবুল্লাহ’র সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনাসদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে।’

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্যপূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না, হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেয়া হবে না।’

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরাল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলিদের হতাহতের তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও ইসরায়েলি মিডিয়া ওয়ালা নিউজ দেশটির সাফেদের জিভ হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েকদিনে সেনাসহ ১১০ জন আহত ব্যক্তিকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা আজ রোববার ভোরে উত্তর ইসরায়েলের মানারায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে তিনটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

হিজবুল্লাহ গতকাল শনিবার এক বিবৃতিতে, ব্লিদায় খালেত শুয়াইবের দিকে অনুপ্রবেশের চেষ্টাকারী ইসরায়েলি সেনাদের ওপর হামলার দাবি করেছে। হামলায় ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয় বলে দাবি হিজবুল্লাহর।

উপরে