প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৪:০৩

ব্রাজিলে ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ব্রাজিলে ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব সাও পাওলো রাজ্যে শক্তিশালী ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ওই ঝড়কে স্থানীয় কর্তৃপক্ষ ৩০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ঝড় হিসেবে চিহ্নিত করেছে। সাও পাওলোর নাগরিক প্রতিরক্ষা সংস্থা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটির বরাত দিয়ে আজ রোববার চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, ঝড়ের তাণ্ডবে বাউরু শহরে একটি দেয়াল ধসে তিনজন নিহত হয়েছেন। ডায়াডেমা, কোটিয়া ও সাও পাওলো শহরে গাছ উপড়ে পড়ে আরও চারজন মারা গেছেন। 

সাও পাওলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৭ মাইল বা প্রায় ১০৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, যা ১৯৯৫ সালের পর থেকে সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হয়েছে। শক্তিশালী ওই ঝড়ের প্রভাবে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় ১ কোটি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।

ঝড়টির প্রভাবে সাও পাওলো, সাও বার্নার্দো ডো ক্যাম্পো, কোটিয়া, সাও ক্যাটানো, সান্তো আন্দ্রে ও দিয়াদেমাসহ আশেপাশের শহরগুলোতে পানি সরবরাহ ব্যাহত হয়েছে।  

উপরে