প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ১৩:১২

বিহারে বিষাক্ত মদপানে ২৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বিহারে বিষাক্ত মদপানে ২৪ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির সিওয়ান ও সারান জেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত মদ্যপানে বিহারের সিওয়ান জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আর সারান জেলায় প্রাণ হারিয়েছেন আরও চার জন।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল তারা, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল। 

সারানের পুলিশ সুপারিনটেনডেন্ট কুমার আশিস জানান, এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এছাড়াও স্থানীয় চৌকিদার ও পঞ্চায়েত বিট পুলিশ অফিসারদেরও বরখাস্ত করা হয়েছে। মাসরাক থানার এসএইচও ও বিভাগীয় ব্যবস্থার দায়িত্বে থাকা মাসরাক জোনের এএলটিএফ-এর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মুকুল কুমার গুপ্ত জানান, ভগবানপুর থানার এসএইচও এবং এএসআই-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তবে, প্রায়শই সেখানে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পানের কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। 

সম্প্রতি বিহার সরকার জানায়, ২০১৬ সালের এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব থেকে মারাত্মক পরিস্থিতি হয়েছিল ২০২২ সালে। সেই বছর সারান জেলায় বিষাক্ত মদ্যপান করে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছিল।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেই সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, যেহেতু রাজ্যে মদ নিষিদ্ধ, তাই বিষাক্ত মদ্যপান করে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

অবশ্য বারবার এই ধরনের ঘটনা ঘটায় বিহারে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি উঠেছে।

উপরে