প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪ ১৩:৪৫

মাথায় আঘাত পাওয়ায় রাশিয়া সফর বাতিল করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
মাথায় আঘাত পাওয়ায় রাশিয়া সফর বাতিল করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চিকিৎসকদের পরামর্শে রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট লুলা গত শনিবার ব্রাসিলিয়ায় নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাসিলিয়ার সিরিও-লিবানেস হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। প্রেসিডেন্টের মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য রোববার বিকেলে প্রেসিডেন্টের রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল।

ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট লুলা ব্রাসিলিয়া থেকে ভিডিও লিংকের মাধ্যমে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। তবে প্রেসিডেন্টের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কার্যালয়।

উপরে