প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪ ১৪:১৮

লেবাননে ইসরায়েলের হামলায় আরও ৬০ জন নিহত

অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলের হামলায় আরও ৬০ জন নিহত

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় সোমবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বালবেক অঞ্চলের অধিবাসী। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি এ খবর জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতরা বেকা উপত্যকার ১২টি অঞ্চলের, যেখানে জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর আধিপত্য রয়েছে। এতে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত দুই শিশু রয়েছে। হামলায় কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে। তারা জানায়, ৬০ জনের মধ্যে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বালবেক শহরের পশ্চিমে আল-আলাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গত মাসের শেষের দিকে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত লেবাননে মোট এক হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছে। তথ্য সংগ্রহে জটিলতা থাকার কারণে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

বালবেকের গভর্নর বাচির খোদর সোমবার এই হামলাকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই এলাকায় ‘সবচেয়ে হিংসাত্মক’ বলে অভিহিত করেছেন। বালবেক বেকা উপত্যকার একটি দরিদ্র অঞ্চল, যা সিরিয়ার সীমান্তবর্তী। সোমবার সেখানে প্রচণ্ড হামলার আগে কোনো উচ্ছেদ সতর্কতা ছিল না।

প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, যুদ্ধের কারণে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে আট লাখেরও বেশি লেবাননের অভ্যন্তরে রয়েছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, পাঁচ লাখের বেশি মানুষ সিরিয়ায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই সিরিয়ান।

উপরে