প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ১৪:১১

বিশৃঙ্খলা ও বিভেদের পথ ছেড়ে নতুন অধ্যায় রচনার আহ্বান কমলা হ্যারিসের

অনলাইন ডেস্ক
বিশৃঙ্খলা ও বিভেদের পথ ছেড়ে নতুন অধ্যায় রচনার আহ্বান কমলা হ্যারিসের

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খলা ও বিভেদের পথকে ত্যাগ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি দেশের জন্য একটি নতুন অধ্যায় রচনার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ওয়াশিংটনে হোয়াইট হাউসের উজ্জ্বল পটভূমিকে পেছনে রেখে এক বিশাল জনসমাবেশে সমাপনী যুক্ততর্ক তুলে ধরার সময় সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। খবর এএফপির।

২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলার আগে যে স্থানটিতে কমলার প্রতিদ্বন্দ্বী জনতাকে উত্তেজিত করতে সমাবেশ ডেকেছিল, সে ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই যেন বেছে নেওয়া হয় সমাবেশের স্থানটি। আর এখান থেকেই ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট জনতার প্রতি ট্রাম্পের ‘অনিয়ন্ত্রিত ক্ষমতার’ লালসার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের ঠিক এক সপ্তাহ বাকি থাকতে নাটকীয় বিভাজনের প্রচারণার অংশ হিসেবে কমলা হ্যারিস তার বক্তব্যে বলেন, ‘একজন অস্থির, প্রতিশোধপরায়ণ, অভিযোগে পটু এবং অনিয়ন্ত্রিত ক্ষমতার মোহে বুঁদ হয়ে থাকা লোকের প্রতি অবস্থান জানান দিতেই আজকের এই সমাবেশ।’

এই সমাবেশে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আশার বাণী শোনান। হোয়াইট হাউসের অবয়বকে পেছনে রেখে, কমলা হোয়াইট হাউসের জন্য প্রস্তুত এমন প্রতীকী অবস্থান তুলে ধরে এবং যুক্তরাষ্ট্রের পতাকা হাতে হাজারো সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকা, আজ রাতে আমি এখানে একথা বলার জন্য, আমাদের সম্পর্কে যা বলা হয়েছে আসলে আমরা তা নই। আপনাদের প্রত্যেকের ক্ষমতা রয়েছে ইতিহাসের পাতা উল্টানোর এবং পরবর্তী অধ্যায় রচনার যেখানে থাকবে না বলা সবচেয়ে বিস্ময়কর গল্পের কথা।’

কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এই সমাবেশে ৭৫ হাজার মানুষ অংশ নিয়েছে। তাৎক্ষণিকভাবে এই সংখ্যাকে যাচাই করা না গেলেও দুপক্ষের উদ্দীপ্ত প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশে বেশ ভালো লোকই অংশ নিয়েছিল।

উপরে