প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৫ ১৫:২৬

ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

অনলাইন ডেস্ক
ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এম কে ইয়োভ গ্যালান্ট এবার দেশটির পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করলেন। 

স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) ইসরায়েলি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় গ্যালান্ট পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন। খবর টাইমস অব ইসরায়েলের।

গ্যালান্ট বর্তমানের সরকারের সমালোচনা করলেও লিকুদ পার্টির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘লিকুদের পথই আমার পথ।’

ভিডিও বার্তায় সিনিয়র লিকুদ আইনপ্রণেতা তার কয়েক দশকের সামরিক ও রাজনৈতিক সেবার কথা স্মরণ করেন এবং হামাস, হিজবুল্লাহ ও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য কৃতিত্ব নেন।

গ্যালান্ট উল্লেখ করেন, তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে ৩৫ বছর কাটিয়েছেন। পরবর্তীতে নেসেটের সদস্য ও ইসরায়েলি সরকারগুলোতে মন্ত্রী হিসাবে এক দশক পার করেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দুটি নাটকীয় বছরসহ।

গ্যালান্ট বলেন, লিকুদ আন্দোলনের একজন সদস্য হিসাবে, আমি আন্দোলনের পথের জন্য লড়াই চালিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নয় এবং সম্ভবত তিনি দলীয় নেতৃত্বেকে চ্যালেঞ্জ জানাতে ফিরে আসবেন। 

গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে মতপার্থক্যের কারণে গত বছরের নভেম্বরে গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বিচারব্যবস্থা সংস্কার করতে চাচ্ছিলেন নেতানিয়াহু। তার এই সংস্কার পরিকল্পনারও বিপক্ষে ছিলেন গ্যালান্ট।

উপরে