মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করল গুগল

মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখবে গুগল ম্যাপ। ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পর গুগল এ তথ্য নিশ্চিত করেছে বলে মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল ম্যাপে মেক্সিকোতে মেক্সিকো উপসাগর হিসেবেই রাখা হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্রে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখা হবে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বাইরের ব্যবহারকারীরা গুগল ম্যাপে উভয় নামই দেখতে পাবেন। এছাড়াড় ২০ জানুয়ারি ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত আলাস্কার শৃঙ্গ ডেনালিও মার্কিন যুক্তরাষ্ট্রে মাউন্ট ম্যাককিনলেতে পরিবর্তিত হবে।
সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান এক্স-এ এক পোস্টে গুগল বলেছে, “সরকারি কর্মকর্তারা আপডেট করার পর নাম পরিবর্তনের একটি দীর্ঘস্থায়ী রীতি আমাদের রয়েছে।”
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং অন্যান্য অঞ্চলের জন্য নামের ভিন্নতা প্রসঙ্গে গুগল বলেছে, “যখন সরকারি নাম দেশগুলোর মধ্যে পরিবর্তিত হয়, তখন মানচিত্র ব্যবহারকারীরা তাদের সরকারি স্থানীয় নাম দেখতে পান। পৃথিবীর বাকি সবাই দুটি নামই দেখেন। এটা এখানেও প্রযোজ্য।”
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই ঝড়ের মতো যেসব নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প, এই নাম পরিবর্তন তারই অংশ।
গত সপ্তাহে এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ বলেছে, “প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে, মেক্সিকো উপসাগর এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর নামে পরিচিত হবে এবং উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গটি আবারও মাউন্ট ম্যাককিনলে নামে পরিচিত হবে।”