আজ কবি ফররুখ আহমেদ’র ৪৬তম মৃত্যুবার্ষিকী
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে; অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি- বিখ্যাত এই কবিতাটি আজও সাহিত্য প্রেমীদের হৃদয়ে চির অম্লান হয়ে হয়ে রয়েছে।
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের আজ ৪৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ১৯ অক্টোবরএই দিনে কবি ঢাকাতে মৃত্যুবরণ করেন । কবিকে ঢাকাতেই সমাহিত করা হয়। কবি জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে ।
এ উপলক্ষে আজ বিকালে কবির বাড়ির সামনে মাঝাইল ঈদগা মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাগুরা জেলা প্রশাশক ডক্টর আশরাফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
কবি ফররুখ আহমেদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে সিরাজাম মুনিরা ,নৌফেল ও হাতেম ,সাত সাগরের মাঝি, উল্লেখযোগ্য ।
তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বাংলা একাডেমি পদক, ইউনেস্কো পদক ও মরণোত্তর একুশে পদক লাভ করেন ।