প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১ ১৫:৩৮

আদমদীঘির সাহিত্যের মানুষ কীর্তনীয়া শ্যামল পাল

ষ্টাফ রিপোর্টার
আদমদীঘির সাহিত্যের মানুষ কীর্তনীয়া শ্যামল পাল

পদাবলী কীর্তন জগতের এক অনন্য নাম কীর্তনীয়া শ্যামল পাল। কীর্তনীয়া হিসাবে শুধু নিজ এলাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে তাঁর সুনাম রয়েছে। সেই সঙ্গে সাহিত্য চর্চা, ছবি আঁকা ও প্রতিমা নির্মাণে তাঁর বেশ নাম ডাক রয়েছে। তাঁর প্রথম ছোট গল্পগ্রন্থ ‘আলতা’ দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘রক্তপীঠ’। সমালোচকদের ভাষায় গ্রন্থ দুটি সাধু ভাষায়  রচিত হলেও সামাজিক অসঙ্গতি ও নায়ক নায়িকার মিলন-বিরহের বৈচিত্র এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও ‘রক্তপীঠ’ কাব্যগ্রন্থটি স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত।

একান্ত আলাপচারিতায় শ্যামল পাল জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা পালপাড়া গ্রামে তাঁর বাড়ি। তাঁর বাবা স্বর্গীয় গোপাল পাল ও মাতা ব্রজবালা পাল। তিনি আরও জানান, ছোট বেলা থেকেই গান-বাজনা, ছবি আঁকা ও মৃৎ শিল্পের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই থেকে আজ পর্যন্ত এর সঙ্গে আত্মনিয়োগ করে আছেন। যার ফলশ্রুতিতে  স্রষ্টার কৃপায় বৈষ্ণব পদাবলী কীর্তন পরিবেশন করে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। এভাবেই ভক্তদের ভালোবাসায় বাকী জীবনটা যেন কাটাতে পারেন এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

উপরে